পঞ্চগড়ে বাড়ি থেকে জাতীয় পার্টির নেতার মরদেহ উদ্ধার
পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম আযমকে (৫২) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় বাড়ি থেকে গতকাল শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোলাম আযম ঘাটিয়ারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি পাথর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি আমদানি-রপ্তানিকারক গ্রুপের একজন সদস্য ছিলেন।
পুলিশের ধারণা, গোলাম আযমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে, কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গোলাম আযমের বাসায় তিনিসহ তাঁর স্ত্রী বন্যা আক্তার, ছেলে বাঁধন ও ছোট মেয়ে পিংকি থাকত। তাঁর বড় ছেলে লিমন বাইরে পড়াশোনা করছেন। গতকাল সন্ধ্যায় ছোট মেয়ে পিংকি তাঁকে ডাকতে শয়নকক্ষে যায়। ঘরের ভেতরে গিয়ে বাবার রক্তাক্ত দেহ বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার করে সে। তার চিৎকারে মা ও ভাই ঘরে ঢোকার পর প্রতিবেশীদের ডাকতে থাকেন। পরে স্থানীয়রা বিষয়টি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, গোলাম আযমের মাথায় আঘাত করা হয়েছে। তাঁর রক্তাক্ত মরদেহ শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম জানান, মাথায় জখমের চিহ্ন ও রক্তের দাগ দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে অনেক আগেই হত্যা করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) স্পেশাল টিম এসেছে। ক্রাইম সিন দেখে তদন্ত করছে তারা।
এস এম শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। পরে আমরা এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে পারব। আশা করছি খুব শিগগির অপরাধীরা ধরা পড়বে।’