পটিয়ায় গাছে বেঁধে আ.লীগ নেতাকে পিটিয়েছে দলীয় কর্মীরা
চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে বেদম পিটিয়েছে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে আজ ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল ছিল। ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকার কথা ছিল স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ সামশুল হক চৌধুরীর। তার আগমনের আগেই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহফুজুল হক হাফেজ ইফতার মাহফিলের ব্যানারে ভুল থাকার কথা বলে ইফতার মাহফিলের ব্যানারটি খুলে নিয়ে যায়। এসময় অতর্কিতভাবে বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক জিতেন কান্তি গুহকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। জিতেন কান্তি গুহকে পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসীম জানিয়েছেন, জিতেন গুহ প্রধানমন্ত্রীর বিনামূল্যের ঘর দিবেন বলে এলাকাবাসীর থেকে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। আজ তাকে পেয়ে মানুষ বিক্ষুব্ধ হয়ে টাকা চাইতে গেলে মারামারির ঘটনা ঘটে। আমি তাকে জনতা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বর্তমানে হাফেজ-জুলু ও চেয়ারম্যান বিএম জসিমের নেতৃত্বে আলাদা গ্রুপ রয়েছে।
শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গাউছিয়া কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর। ঘটনার পর হুইপ সামশুল হক চৌধুরী এমপি পটিয়া হাসপাতালে ছুটে যান।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ইফতার পার্টিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এ ব্যাপারে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।