পটুয়াখালীতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের পূজামণ্ডপ পরিদর্শন
পটুয়াখালীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার রাজেশ কুমার রায়না। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি নন্দকানাই মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় ডেপুটি হাইকমিশনারের সফর সঙ্গী ছিলেন তাঁর সহধর্মিণী নন্দিতা রায়না। সেখানে তিনি এক মতবিনিময় সভায়ও মিলিত হন।
এ সময় ডেপুটি হাইকমিশনার বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলনের দেশ বাংলাদেশ। যেখানে সব সম্প্রদায়ের মানুষ একত্রে হিন্দুদের এ মহোৎসবটি উদযাপন করে। আমি দেখে অত্যন্ত মুগ্ধ।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামিম কুদ্দুস ভুইয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত।
পরে রাজেশ কুমার রায়না সস্ত্রীক কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দিরে যান। সেখানে স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার তাঁকে সম্মাননা জানান। পটুয়াখালীতে হাইকমিশনারের পুরো দুর্গা দর্শন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল বরণ দাস। অতিথিরা মন্দিরে অন্নপ্রসাদ গ্রহণ করে কুয়াকাটা ত্যাগ করেন।