পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক পুলিশ, ছুটি বাতিল
যেকোনো কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। পুলিশ চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। ফলে, পুলিশের যেসব সদস্য ছুটিতে রয়েছেন—তাঁদের কর্মস্থলে ফিরতে নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতনরা।
গতকাল মঙ্গলবার এ নির্দেশনা দিয়ে সারা দেশে পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হতে পারে, সেজন্য দেশজুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। আজ সকাল থেকেই বাড়ানো হয়েছে পুলিশের টহল ডিউটি। রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধে এবং তা নিয়ে উদ্ভূত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন—তাঁদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি জনবল দরকার মনে করায় এ ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া সামনের ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠান রয়েছে। ফলে, তাঁরা চান যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তার সরকারি নম্বরে ফোন করা হয়। ফোনটি ধরেন থানার ওয়ারলেস অপারেটর (কনস্টেবল) মো. আল আমিন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওয়ারী থানার ছুটি বাতিল হওয়া পুলিশের সদস্যেরা কখন ফিরবেন? এমন প্রশ্নে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘গতকাল চিঠি ইস্যু করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার মধ্যে সবাইকে থানায় হাজির হতে বলে দেওয়া হয়েছে।’
ডিএমপির ওয়ারী বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশ এ প্রতিবেদকের হাতে এসেছে। ওই চিঠিতে ছুটিতে থাকা সবাইকে ২৪ নভেম্বর দুপুরের মধ্যে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কর্মস্থলে হাজির হতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও তাতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার বলেন, ‘ছুটি বাতিল করার বিষয়ে পুলিশের অন্য বিভাগের সঙ্গে আমার হিসেব মিলবে কি না, তা জানি না। তবে, আমার বিভাগে ওয়ারেন্টের আসামি বেড়ে গেছে। আগামীকাল থেকেই আমরা ড্রাইভ দেব। চুরি-ছিনতাই অনেক বেড়েছে। ফলে, আসামি ধরতে বেশি লোক দরকার। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠান রয়েছে। সেখানে অনেক গণ্যমাণ্য অতিথি থাকবেন। ফলে আমরা চাই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক। সেজন্য এ ছুটি বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে একটি জেলার পুলিশ সুপারকে (এসপি) ফোন করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সব মিলিয়ে জেলা পুলিশ সতর্ক। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোড়ে মোড়ে সকাল থেকেই পোশাকে ও সাদা পোশাকে পুলিশ অবস্থান নিয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে দেবে না পুলিশ।’
এ ব্যাপারে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ডিএমপি থেকে পুলিশ সদস্যদের শতভাগ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করছে পুলিশ।