পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী নিজামুল হক গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত যুদ্ধাপরাধী নিজামুল হক মিয়া ওরফে লুৎফর রহমান ওরফে লুতু মোল্লাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ সোমবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেপ্তারকৃত নিজামুল হক মিয়া গোপালগঞ্জের কাশিয়ানি থানার সাধুহাটি গ্রামের বাসিন্দা। ভাটারার পশ্চিম নূরের চালা কলাতন স্কুল রোডের একটি বাসায় থাকতেন তিনি।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন ডিজিটাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ এ তথ্য জানিয়েছেন। ইশতিয়াক আহমেদ বলেন, ‘গোপালগঞ্জের কাশিয়ানী থানার অনুরোধে আজ দুপুর ২টার দিকে ভাটারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিজামুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি। ইতোমধ্যে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে।’