পাইকগাছায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়
খুলনার পাইকগাছা উপজেলা হরিঢালি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী রাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকাল থেকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী পেয়েছেন ৯ হাজার ২১৪ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শেখ বেনজির আহমেদ বাচ্চু পেয়েছেন পাঁচ হাজার ১০ ভোট।
জানা যায়, হরিঢালি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত শেখ বেনজির আহমদ বাচ্চু, স্বতন্ত্র আবু জাফর সিদ্দিকী রাজু এবং ইসলামী শাসনতন্ত্রের জি এম বাবলু। ৯টি ইউপি সদস্য পদে মোট ৪৮ জন এবং তিনটি মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছিলেন। মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এই ইউনিয়নে ২২ হাজার পাঁচ শতাধিক ভোটার রয়েছে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে আগে এক চেয়ারম্যান প্রার্থী মৃত্যুজনিত কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছিল।