পাকস্থলীতে স্বর্ণের বার নিয়ে বেনাপোলে আটক ভারতগামী দুই যাত্রী
ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে এক যুবকের পাকস্থলীতে মিলেছে তিনটি স্বর্ণের বার। এ সময় ফাহাদুজ্জামান (২৩) নামে ওই যুবক ও তাঁর সহযোগী নান্টুকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁদের আটক করা হয়।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, একজন পাসপোর্টধারী তাঁর শরীরে স্বর্ণের বার বহন করে যাচ্ছিলেন। এমন তথ্য পেয়ে কাস্টমস কর্মকর্তারা ওই ব্যক্তি ও তাঁর সহযোগীকে আটক করেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে পাকস্থলী থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।