পাবনায় আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার শরৎনগর বাজার এলাকায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপি আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।
অন্যদিকে একই সময়ে একই স্থানে জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা করে সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শরৎনগর বাজার ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, পাল্টাপাল্টি দুটি রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়ায় যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।