পাবনায় নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর পাবনার চাটমোহরের একটি বিল থেকে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল দরাপপুর ব্রিজের পাশে বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশাচালকের নাম ইমন হাসান (১৬)। তিনি চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল দরাপপুর ব্রিজের পাশে বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন (চাটমোহর সার্কেল) জানান, ইমন হাসান গত বুধবার রাত ১০টার দিকে হান্ডিয়াল মান্নাননগর থেকে চারজন যাত্রী নিয়ে চাটমোহরের উদ্দেশে রওনা হন। তারপর থেকে ইমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে স্বজনরা চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করে।
সহকারী পুলিশ সুপার আরও জানান, আজ সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে ইমন হাসানের বাবা জাকির হোসেন ঘটনাস্থলে এসে লাশটি ইমন হাসানের বলে শনাক্ত করেন। দড়ি দিয়ে ইমন হাসানের হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে।