পাবনায় নৌকার বৈঠা হারানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫
পাবনার ভাঙ্গুড়ায় নৌকার বৈঠা হারানো নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামের এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইয়াছিন আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে দেলওয়ারের পারাপারের নৌকার বৈঠা হারিয়ে যায়। তার ধারণা, নৌকার ওই বৈঠা তার প্রতিবেশী রমজান নিয়েছেন। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে দেনদরবার চলছিল। তারই ধারাবাহিকতায় আজ দেলওয়ারের পক্ষের নজরুল ও রমজানের পক্ষের সমশেরের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষে সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা জুত, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাসুয়া নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে নজরুলের পক্ষের নজরুল (৬০), শাহীন (৩৮), মিল্টন (৩৫), আইযুব (৪৫) আহত হন। অপর সমশের পক্ষের ইউসুফ (৪০), আইযুব আলী (২৮), কুরছি (৩৫), নারগিস (৩৬), রমজানসহ (৪২) কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে এলাকাবাসী হাজির হয়ে উভয় পক্ষকে শান্ত করে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইয়াছিন আলী নামের একজন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।