পিরোজপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ মিলল পুকুরে
পিরোজপুর পৌর এলাকায় কয়েক ঘণ্টা নিখোঁজের পর পুকুরে পাওয়া গেছে এক গৃহবধূর মরদেহ। তাঁর নাম প্রিয়াঙ্কা দাস (২৪)। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের রাজারহাট একালার নুরু খানের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রিয়াঙ্কা রাজারহাট এলাকার লিটন সাহার স্ত্রী।
পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, প্রিয়াঙ্কা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পাইনি। পরে ঘরের পাশে নুরু খানের পুকুর পাড়ে প্রিয়াঙ্কার পায়ের জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দেয় পরিবারের লোকজন। তাঁরা এসে পুকুর থেকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জ. মো. ম সুদুজামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।