পুরো ইউরোপ লকডাউনে, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে
জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই করোনাভাইরাসের টিকার তিন কোটি ডোজ দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘করোনার টিকার তিন কোটি ডোজ আমরা নিয়ে আসছি। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে। যে দেশে করোনা নিয়ন্ত্রণে নাই সেদেশে সব বন্ধ হয়ে গেছে। লকডাউনে চলে গেছে। পুরো ইউরোপ লকডাউনে চলে গেছে। কিন্তু বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’
করোনার নতুন ঢেউ মোকাবিলায় বিমানবন্দরে বিশেষ নজরদারিসহ সরকার নানা রকম কার্যক্রম শুরু করেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ‘দ্বিতীয় ওয়েভের কথা আপনারা জানেন। ইউরোপ-আমেরিকাতে শুরু হয়ে গেছে। আমরা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি। আমরা বিমানবন্দরে কিছু ব্যবস্থা নিয়েছি। সেই বিষয়ে এখন কার্যক্রম চলছে।’
এ ছাড়া করোনায় মারা যাওয়া চিকিৎসকদের প্রণোদনার অর্থ দু-তিন মাসের মধ্যেই দেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।