পুলিশের উপর হামলার মামলায় দুই ছাত্রলীগনেতা কারাগারে
নওগাঁর মহাদেবপুরে উচ্চ শব্দে গান বাজিয়ে চেঁচামেচি ও নাচানাচি বন্ধ করতে বলায় দুই পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের দুই নেতাকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বিশ্বাস মুগ্ধ (১৯) ও উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক তনয় কুমার দেব (২০)। তাদের বাড়ি মহাদেবপুর উপজেলা সদরের কলেজপাড়া মহল্লায়।
আহত দুই পুলিশ সদস্য হলেন মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও কনস্টেবল আকবর আলী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, গতকাল সোমবার দিনগত ২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল মহাদেবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ড্রাগন ক্লাবের সামনে উচ্চ শব্দে গান বাজিয়ে চেঁচামেচি ও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। স্থানীয়রা এ ব্যাপারে থানায় অভিযোগ করলে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের গান বাজাতে নিষেধ করেন এবং জনবিরক্তি সৃষ্টি না করে তাদের বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু তারা পুলিশের নিষেধ অমান্য করে তা অব্যাহত রাখে।
এর কিছুক্ষণ পর আবারও তাদের নিষেধ করা হলে ছাত্রলীগনেতা ইউসুফ বিশ্বাস মুগ্ধ ও তনয় কুমার দেবসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে লাঠি ও গাছের ডাল দিয়ে দুই পুলিশকে মারপিট করে।
খবর পেয়ে এসআই শামিনুল ইসলাম, এসআই জাহিদ হাসান, এসআই আব্দুল খালেক, সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান, এএসআই মনিরুল ইসলাম, এএসআই ইউসুফ আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশকে সদস্যকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই ছাত্রলীগনেতাকে আটক করে। অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক সম্ভব হয়নি। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মহাদেবপুর থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে আজ দুপুরে আটক দুই ছাত্রলীগনেতাসহ পলাতক উপজেলার কলোনিপাড়ার নাজমুল হাসান খানসহ অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।