পুলিশের পায়ে গুলি, মুখে কামড় দিল মাদক ব্যবসায়ী
রাজধানীর মোহাম্মদপুরের বৈশাখী রোডের একটি বাসায় ইব্রাহিম নামের এক মাদক ব্যবসায়ীর গুলিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হয়েছেন। সে সময় তাঁর গালে কামড়ও বসায় দুর্বৃত্ত। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল আলিম।
মো. আবদুল আলিম বলেন, ‘পুলিশ জানতে পারে পুলিশ বৈশাখী রোডের একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সকাল ৯টার দিকে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। সে সময় ইব্রাহিম নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে মো. উজ্জ্বলের হাঁটুর উপর লাগে।’
আবদুল আলিম বলেন, ‘হাঁটুর উপর দুটি ক্ষত স্থান দেখা যাচ্ছে। মনে হচ্ছে, দুটি গুলি লেগেছে। ওই মাদক ব্যবসায়ী উজ্জ্বলের গালে কামড়ও দিয়েছে। ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে সে সময় ইব্রাহিমের আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
গুলিবিদ্ধ এএসআই মো. উজ্জ্বলকে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে আবদুল আলিম বলেন, ‘এখন উজ্জ্বলকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে।’
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন বলেন, ‘ইব্রাহিমকে আটকের সময় যখন তার কাছে থাকা রিভালবারটি কেড়ে নেওয়া হয়, ঠিক এ সময় উজ্জ্বলের গালে কামড় দেয় ইব্রাহিম।’
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘মাদক ব্যবসায়ীর গুলিতে পুলিশ আহত হওয়ার ঘটনায় আমরা মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি।’