পুলিশ কর্মকর্তার নামে ভুয়া আইডি খুলে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার
ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নাম ও ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি। এরপর তার অফিসের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের চেষ্টা। অতঃপর দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন মোহাম্মদ নোমান নামের এক যুবক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ নোমানের বাড়ি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমানের নির্দেশে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পরিদর্শক (তদন্ত) ওবায়দুল ইসলাম, এসআই পার্থসারথি হাওলাদার ও সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নোমান বেশ কিছুদিন আগে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদের ছবি দিয়ে ‘MD AZAd AZAD’ নামে ফেসবুক আইডি খোলেন। পরে সেই আইডিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার নামে একটি বিজ্ঞপ্তি পোস্ট করেন। ওই পোস্ট দেখে বড়হাতিয়া ইউনিয়নের রুদ্রপাড়ার অসীম রুদ্র ফেসবুক মেসেঞ্জারে অডিও কলে যোগাযোগ করেন। প্রতারক নোমান নিজেকে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার জন্য 01872025417 বিকাশ নম্বরে পাঁচ হাজার ৫৭৫ টাকা পাঠাতে বলেন। অসীম রুদ্র টাকা পাঠাতে দেরি করলে প্রতারক নোমান দ্রুত টাকা পাঠানোর জন্য চাপাচাপি করেন। আর এতে সন্দেহ হয় অসীমের। পরে তিনি বিষয়টি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে অবহিত করেন। অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য লোহাগাড়া থানার ওসিকে নির্দেশ দেন। পরে পুলিশ তদন্ত করে সত্যতা পাওয়ায় প্রতারক নোমানকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে। একপর্যায়ে গতকাল নোমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি আমি জানার পর সাধারণ ডায়েরি করেছি।’
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, ‘অসীম রুদ্রের অভিযোগ পেয়ে বিষয়টি আমরা তদন্ত শুরু করি। তদন্তে ঘটনার সত্য পাওয়ায় নোমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে নোমান প্রতারণার কথা স্বীকার করেছেন। পুলিশ আরও বিস্তারিত জানার চেষ্টা করছে।’