পূজামণ্ডপের আলোকসজ্জার তারে জড়িয়ে তিনজনের মৃত্যু
বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে করা আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল ১০টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চুরকুটা গ্রামের বেরজো মাহাতোর ছেলে বুদু মাহাতো (৪৫), মৃত বিমল মাহাতোর ছেলে পলাশ মাহাতো (৪২) ও চান মাহাতোর ছেলে ক্ষিতিশ মাহাতো (৪৫)।
স্থানীয়রা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুরকুটা গ্রামের মণ্ডপের আশপাশে আলোকসজ্জা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্ষিতিশ মাহাতোর বাড়ির উঠানে কাপড় শুকানো তার বিদ্যুতায়িত হয়। ওই তারে বুদু মাহাতো জড়িয়ে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করলে বুদু ও পলাশ ঘটনাস্থলেই নিহত হন এবং আহত অবস্থায় ক্ষিতিশ ও রুবেলকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্ষিতিশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রুবেল মাহাতো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত তিনজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।