পোশাককর্মীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার
গাজীপুরের কোনাবাড়ীতে এক পোশাককর্মীকে ধর্ষণ এবং এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মমিন মণ্ডল (২৮) ওরফে মিশুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত মমিন মণ্ডল বগুড়ার ধনুট থানার চড়পাড়ার বাসিন্দা। তিনি ভিকটিমের দুলাভাই।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মমিন তাঁর স্ত্রী ও শালিকাকে নিয়ে গাজীপুরে ভাড়া থাকতেন। তাঁরা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। মমিন তাঁর শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরো কয়েকবার ধর্ষণ করেন। নিরুপায় হয়ে ওই মেয়ে গতকাল বুধবার রাতে কোনাবাড়ী থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় দুলাভাই মমিন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মমিন মণ্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।