প্রধানমন্ত্রী জেলা পরিষদকে শক্তিশালী করেছেন : এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী জেলা পরিষদকে সচল ও শক্তিশালী করেছেন। জেলা পরিষদগুলো যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে বাংলাদেশের উন্নয়ন আরও সমৃদ্ধ হবে।’
আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ।
নগরীর কোর্ট চত্বরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে চারতলা বিশিষ্ট রাজশাহী জেলা পরিষদের নিজস্ব ভবন। ভবনটি নির্মাণে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের ভূমিকার প্রশংসা করেন এলজিআরডি মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তাঁদের অবদান জেলা পরিষদ আজীবন মনে রাখবে।’
অনুষ্ঠানে অন্যের মধ্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।