প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড : রমনা ডিসি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনারের (ডিসি) মো. শহিদুল্লাহ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু দুর্ঘটনা নয়। এটা হত্যাকাণ্ড। সাবেক শিক্ষক স্বাভাবিক ছিলেন কি না, তা তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহণ আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। এ আইনে যাতে শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার রাত ৮টার দিকে শাহবাগ থানায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. শহিদুল্লাহ এ কথা বলেন।
মো. শহিদুল্লাহ বলেন, ‘ঢাবি এলাকায় গাড়িচাপায় যে নারীর মৃত্যু হয়েছে, সেটা নিয়ে আমাদের মামলার কাজ চলমান। নিহত নারীর পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করেননি। এটি খুবই অমানবিক ও মর্মান্তিক একটি ঘটনা।’
ডিসি বলেন, ‘চালক সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞেস করব, কেন তিনি এমন করেছেন। চালকের সিটিস্ক্যান করা হয়েছে। আমরা এখনও চালকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। একটি নম্বর পেয়েছিলাম তাঁর স্ত্রীর। কিন্তু কল দিলে রিং হয়, ধরেন না। পরে মোবাইল বন্ধ পাওয়া যায়।’
ডিসি আরও বলেন, ‘নিহত নারীর নাম রুবিনা আক্তার। তাঁর মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে।’