ফজলে এলাহীর ‘ভালোবাসায় ভেজা এক শহরে’ কাব্যের মোড়ক উম্মোচন
কবিতায় প্রেম, বিদ্রোহ আর বেদনার বহিঃপ্রকাশ ঘটে। কবিতার ছন্দে লেখা হয় জীবনের অব্যক্ত কথামালা। ছন্দহীন জীবনে কবিতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। বিরহ আর আনন্দ আবেগের ছন্দ শুধু প্রেমিক-প্রেমিকার জন্যই নয়; নিজের স্বজন ও আত্মজদের ঘিরেও হয়ে থাকে। ফজলে এলাহীর কবিতায় তাই ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
হেমন্তের পড়ন্ত বিকেলে প্রাণবন্ত এক আড্ডা-আলোচনায় মোড়ক উন্মোচন করা হয় কবি ফজলে এলাহীর পঞ্চম কাব্যগ্রন্থ ‘ভালোবাসায় ভেজা এক শহরে’। শহরের বনরূপাস্থ কাজী ফার্মস কিচেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, এক সময় মানুষ সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারতো না। তখন কবিতার ছন্দেই প্রতিবাদ জানাতেন তাঁরা। কবিরা ছন্দের তালে যেমন প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়; তেমনি আন্দোলনেরও ঢেউ তুলে কবিতার ছন্দে। প্রেম, বিরহ আর বিদ্রোহের বহিঃপ্রকাশও ঘটে কবিতার কথামালায়।
আলোচনায় অংশ নেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, লেখক জগৎ জ্যোতি চাকমা, কবি হাসান মঞ্জু, রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষ প্রমুখ।
দৈনিক পার্বত্য চট্টগ্রামের নগর সম্পাদক ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন বার্তা সম্পাদক শংকর হোড়। কবিতা পাঠ করেন শিক্ষক লিটন দেব, উদ্যোক্তা মনি পাহাড়ি, উন্নয়নকর্মী নুকু চাকমা, সংবাদিক ও কবি সাইফুল বিন হাসান, আবৃত্তিকার তুষার ধর ও চৈতি ঘোষ।
উপস্থিত ছিলেন সাহিত্যকর্মী খোকন কুমার দে, ওমর ফারুক সুজন, ছাত্রনেতা সালাউদ্দিন টিপু, আল মাহমুদ, রনি, শুভ সংঘের সাবেক সভাপতি অসীম দাশগুপ্ত, বর্তমান সভাপতি মং চিং মারমা প্রমুখ।
আলোচনা শেষে মোড়ক উন্মোচন উপলক্ষে কেক কাটা হয়। কবি ফজলে এলাহীর অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে- ‘আমি ভাল আছি; তুমি ভালতো?’, ‘শুনতে পাচ্ছো পাঁজর ভাঙ্গার শব্দ’, ‘যে শহরে তুমি নেই’, ‘শরীরে তোমার ঈশ্বরীর ঘ্রাণ’।