ফরিদপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ফরিদপুরের সালথা উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে সালথা পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগানে স্থানীয় নিখিল শীল নামের একজন সুপারি পাড়তে যায়। এ সময় লাশটি দেখে চিৎকার দেয় তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
যুবকের পরনে ডিপ রঙের একটি শার্ট ও আকাশী রঙের একটি জিন্সের প্যান্ট রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।
ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, ‘উপজেলার কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’