ফরিদপুরে আগুনে পুড়ল ১১ দোকান
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুঞ্জনগর বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বিদুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল হাসান বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় আমাদের টিম। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
শরিফুল হাসান আরও বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্তের পর জানা যাবে।’
কুঞ্জনগর বাজার কমিটির সভাপতি আলম বেপারী বলেন, ‘ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ততক্ষণে বাজারের ১১টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার মতন মালামাল ক্ষতি হয়েছে।’