ফরিদপুরে করোনা-উপসর্গে মৃত্যু ৮, কঠোর লকডাউন চলছে
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ও তিনজনের করোনা উপসর্গ ছিল।
বর্তমানে করোনা হাসপাতালে ৩২১ জন ভর্তি রয়েছে। এর ভেতর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪০ জন রোগী। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়াতে হাসপাতালে সেবা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ১২০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শতকরা হারে যা ৫০ দশমিক ৭৫ ভাগ।
ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৭৫৮ জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারি হিসাবে এ পর্যন্ত ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৪৫ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১২০ জন।
করোনার বিধিবিধান না মানার কারণেই এ জেলায় বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বলে জানান সিভিল সার্জন।
এদিকে, ফরিদপুরে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। জেলার ৯টি থানা এলাকায় মোট ১৬টি চেকপোস্ট ও ২৯টি মোবাইল টিম গঠনের মাধ্যমে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আনসার সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, গতকাল বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলায় মোট ৩৯ জনকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিধিনিষেধ অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় কোতোয়ালি থানা পুলিশ পাঁচজন ও চরভদ্রাসন থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।