ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১৪ জনের। এদের মধ্যে করোনায় চারজন ও করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ দশমিক ২২ ভাগ। জেলায় মৃতের হার ১ দশমিক ৭৭ ভাগ।
এদিকে, আজ সকালে হাসপাতালটিতে অক্সিজেনের সমস্যা দেখা দেয়। পরে দ্রুত সময়ের মধ্যে অক্সিজেনের গাড়ি এসে পরায় বড় ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পায় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি করোনা রোগীদের জন্য গতকাল বাড়িয়ে ৫০০ সিটের করা হয়েছে। এখন হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৩৪৩ জন করোনা রোগী। হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগী ভর্তির সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ৮৯ জন করোনা রোগী ভর্তি হয়েছে। ফরিদপুরে এ পর্যন্ত ১৪ হাজার ২৮৮ জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারি হিসাবে এ পর্যন্ত ২৫৩ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৭৬ জন। আর এই সময়ে করোনায় মারা গেছে চারজন, উপসর্গ নিয়ে ১০ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৫২ দশমিক ২২ শতাংশ।