ফরিদপুরে পাটের গুদামে আগুন, ক্ষতি প্রায় ৫০ লাখ
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদামসহ তিনটি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আজ সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আ. ছালাম খান।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা জানায়, পাট ব্যবসায়ী কে এম সত্তারের এক হাজার মণ ও ভোলানাথ সাহার ৫০০ মণ পাট আগুনে পুড়ে যায়।