ফল ঘোষণার পর পুনর্নির্বাচনের এখতিয়ার নেই নির্বাচন কমিশনের
ফল ঘোষণার পর পুনর্নির্বাচন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই বলে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। ফলে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এ বিষয়ে হাইকোর্টে রিট করেন সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তি। গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দিয়ে বলেন, ফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার এখতিয়ার নেই কমিশনের। যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে। হাইকোর্টের সেই আদেশই বহাল রাখলেন আপিল বিভাগ।