ফুলবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, আজ বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার প্রধান সড়কে অবস্থিত ‘রিপন বেডিং হাউজ’ নামের লেপতোষক তৈরির একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিএডিসির সার ও বীজের ডিলার লিমা বীজ বিক্রয় কেন্দ্রের মালিক ক্ষতিগ্রস্ত মনিরুজ্জামান দাবি করেন, তাদের বিকাশ এজেন্টের সিম কার্ড, মোবাইল ফোন সেট, ধান ও বিভিন্ন সবজির বীজ, কীটনাশকসহ অনেক মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা যায়নি।