বগুড়ায় করতোয়া নদী থেকে হাত বাঁধা মরদেহ উদ্ধার
বগুড়ায় করতোয়া নদী থেকে দুই হাত বাঁধা ও গলায় গামছা পেঁচানো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদরের বালা কৈগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগে সদরের বালা কৈগাড়ি এলাকায় করতোয়া নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনগণ। তারা পুলিশে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরনে ছিল লুঙ্গি। দুই হাত বাঁধা এবং গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া ছিল।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজন মরদেহ দেখেও চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহ নদীতে ফেলে রাখা হয়েছে।