বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কেউ ঠিকানাহীন থাকবে না : প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনো মানুষ ঠিকানাহীন থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আরও যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকে আপনারা তার তালিকা করবেন। আমরা তাদেরও ঘর করে দেব।’
শেখ হাসিনা বলেন, ‘কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা শুধু ঘরবাড়িই যে তৈরি করে দিচ্ছি তা কিন্তু নয়, সেই সঙ্গে পানির ব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ভূমিহীন-গৃহহীনদের ঋণ দেওয়া হচ্ছে। তারা যে কাজ করতে চায় সে কাজ যেন তারা করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইতোমধ্যে আমাদের এই পদক্ষেপের ফলে ১৫৯টি উপজেলা সম্পূর্ণ ভূমিহীন-গৃহহীন মুক্ত হয়ে গেছে। এর আগে পঞ্চগড় ছাড়াও মাগুরা জেলার সব উপজেলাসহ ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করেছি। ইনশাআল্লাহ, বাংলাদেশের একটি উপজেলাও বাকি থাকবে না।’