বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় মহড়া
বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজের অংশগ্রহণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ সমন্বিত টহল ও দ্বিপক্ষীয় মহড়া। এ টহল ও মহড়া ২২ মে শুরু হয়েছে, চলবে ২৭ মে পর্যন্ত।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কোরা, আইএনএস সুমেধা ও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আলী হায়দার ও আবু উবাইদাহ এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে ভারতীয় জাহাজ দুটি মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে তাদের অভিবাদন জানায়।
নৌবাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন জাহাজ দুটিকে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় জাহাজ কোরার কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা, ১২১ জন নাবিক ও সুমেধার কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে ১২ জন কর্মকর্তা ও ১১০ জন নাবিক বঙ্গোপসাগরে টহল ও মহড়ায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশ-ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও জোরদারে ২০১৮ সাল থেকে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত দুই দেশের সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, দস্যুতা ও মাদক পাচাররোধসহ অপরাধমূলক সব কর্মকাণ্ড নিরসনে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ২৬ ও ২৭ মে বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য যৌথ মহড়া বঙ্গোপসাগরে অংশগ্রহণ শেষে ভারতীয় এ জাহাজ দুটি ২৭ মে নিজ দেশে চলে যাবে।