বরিশালে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. রুবেল খন্দকার (৩০)।গতকাল মঙ্গলবার রাতে রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন হোটেল স্বাধীন পার্কের দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।লোকমান হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি) টিম খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’ওসি আরও জানান, নিহতের বাড়ি বাকেরগঞ্জে হলেও তিনি বরিশালের রুপাতলী বাজারে মাছ বিক্রি করতেন। এ কারণে তিনি হোটেল স্বাধীন পার্কে দীর্ঘদিন ধরে রুম ভাড়া নিয়ে থাকতেন।
হোটেলে লিপিবদ্ধ তথ্যের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজয় জানান, নিহত ব্যক্তির নাম রুবেল খন্দকার (৩০)। দুই সন্তানের জনক রুবেল পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি ওই হোটেলে ভাড়া থাকতেন।