বহিষ্কৃত নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় ক্ষোভ
খুলনার তেরখাদা উপজেলায় দল থেকে সাময়িক বহিষ্কার করা ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
উপজেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি এফ এম ওহিদুজ্জামানের দলীয় মনোনয়নের বিরোধিতা করে তাকে রাজাকার পরিবারের সন্তান এবং মাদক কারবারিদের পৃষ্ঠপোষক বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
তবে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহেমেদ বলেন, মনোনয়ন পাওয়া ব্যক্তিকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। কিন্তু কেন্দ্র সুপারিশ গ্রহণ না করে ক্ষমা করে এবার তাঁকে মনোনয়ন দিয়েছে।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম ওবাইদুল্লাহ, ছাত্রলীগের সহসভাপতি শেখ হুসাইন আহমেদসহ দলীয় একাধিক নেতার উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শেখ শামীম আহসান।
শামীম আহসান বলেন, গত ১৯ জুলাই তেরখাদা উপজেলা চত্বরে দলীয় সভায় করা এফ এম ওহিদুজ্জামানের আপত্তিকর মন্তব্য স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। পরে ২১ জলাই জেলা আওয়ামী লীগ তাঁকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি এফ এম ওহিদুজ্জামান ছিলেন সৌদি আরব প্রবাসী। ২০০৮ সালে দেশে ফিরে কিছুদিন ঘাপটি থেকে তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশ করেন এবং টাকার বিনিময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। বিএনপি-জামায়াতের লোকজনের সঙ্গে তাঁর চলাফেরা এবং উঠাবসা। তাঁর বাবা ছিলেন জাতীয় পার্টির নেতা। তাঁর ভাই চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবী।
সংবাদ সম্মেলনে বলা হয়, দলের সংসদ সদস্য ও নেত্রী সম্পর্কে যিনি আপত্তিকর মন্তব্য করেন, তাকে তাঁকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়? এই করণে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।