বাঁশখালীতে র্যাবের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল মশা মার্কেট ও বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল শনিবার রাতে এই অভিযান পরিচালিত হয়। বাঁশখালী থানার ওসি শফিউল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল খলিফাপাড়ার মো. শহিদুল ইসলাম (৩১), সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম সরল পেয়াজ্জান বিবির বাড়ির মো. মহিউদ্দীন (৪৬) ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডেবাপাড়ার মো. নুরুল আমিন প্রকাশ বাউয়া (৫৫)।
আটককৃতদের মধ্যে মো. শহিদুল ইসলামকে চাম্বল এলাকার মশা মার্কেটের মায়ের দোয়া নামের ফার্মেসি থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় হার্ডবোর্ডের তৈরি সিলিঙের উপর কাপড়ে মোড়ানো অবস্থায় রক্ষিত দুটি ওয়ান শুটারগান, একটি থ্রি কোয়ার্টার গান ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
অপরদিকে, মো. মহিউদ্দীন ও মো. নুরুল আমিনকে বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনাকালে একটি থ্রি কোয়ার্টারগানসহ আটক করে র্যাব। আটককৃত এ দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি করে মামলা রয়েছে বলে র্যাব-৭ সূত্রে জানা যায়।
এ ব্যাপারে র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার সাংবাদিকদের বলেন, ‘মাদক কারবারিদের আস্তানায় অভিযান পরিচালনাকালে চারটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’