বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে : স্বাস্থ্যমন্ত্রী
যে দেশে করোনা নিয়ন্ত্রণে আসে নাই, সে দেশের অর্থনীতি ভেঙে গেছে। কিন্তু বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই কল কারখানা, কৃষি, গার্মেন্ট, দোকানপাট ও উন্নয়ন কাজ চলছে। তার একমাত্র জ্বলন্ত প্রমাণ কয়েকদিন আগে পদ্মা সেতুর লাস্ট স্প্যান বসেছে।’
আজ শনিবার রাতে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনায় বিভিন্ন দেশের অর্থনীতি মাইনাসের দিকে গেছে। ভারতের অর্থনীতিও মাইনাসের দিকে গেছে। কিন্তু বাংলাদেশর অর্থনীতির সূচক ঊর্ধ্বমুখী। এখনো ৫ শতাংশ বেশি সূচকে বাংলাদেশের অবস্থান।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম ফেরদৌস।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আমরা জানি ঐক্যই শক্তি। ঐক্যের মাধ্যমেই একটি দেশ শক্তিশালী হয়, দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়। দেশে শান্তি প্রতিষ্ঠিত হলেই দেশ এগিয়ে যায়। উন্নয়ন বেড়ে যায়। দারিদ্র্য কমে যায়, শিক্ষা বেড়ে যায়। উন্নয়ন বাড়তে থাকে।’
এ সময় জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা দায়রা ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুস সালামসহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ক্রীড়ামোদী লোকজন ছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে জেলার সেরা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেওয়া হয়। সেইসঙ্গে আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।