বাজিতপুরে দক্ষিণ রাবারকান্দি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কিশোরগঞ্জে বাজিতপুর ঐতিহাসিক ডাক বাংলার মাঠে অনুষ্ঠিত হলো দক্ষিণ রাবারকন্দি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, টিভি উপস্থাপক বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মনসুর রিপন।
পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রাসেলের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ফারুক আহাম্মদ, মো. ইউসুফ হায়দার, অ্যাডভোকেট সাব্বির প্রমুখ।
ফাইনাল খেলায় দক্ষিণ রাবারকান্দি রামিসা কিং একাদশ ৬-১ গোলে দক্ষিণ রাবারকান্দি নগর কিং একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
রামিসা কিং একাদশের নেতৃত্বে ছিলেন বাজিতপুর উপজেলার সেরা ফুটবলার মুশফিক ও নগর কিং একাদশের নেতৃত্বে ছিলেন উপজেলা ফুটবল টিমের অন্যতম সেরা ডিফেন্ডার মামুন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর এবং রানারআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
এ ছাড়া দুদলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়।
খেলা পরিচালনা করেন সাবেক কৃতি ফুটবলার মো. ইউসুফ আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাজিতপুর উপজেলার কৃতি ফুটবলার কাজী মাহবুব।
টুর্নামেন্টের আয়োজক ছিলেন মো. আশরাফুল আলম লোকমান ও মো. মিলন।