বাড্ডায় আগুন, সরু রাস্তার কারণে পৌঁছায়নি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। উত্তর বাড্ডার ১৭ নম্বর লেনে অবস্থিত ওই ফার্নিচারের কারখানায় আজ শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন।
খালেদা ইয়াসমিন বলেন, ‘উত্তর বাড্ডার ১৭ নম্বর লেনের একটি ফার্নিচারের কারখানায় আজ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রওয়ানা দেয়। কিন্তু, সরু রাস্তার কারণে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে, তিনটি ইউনিট দিয়েই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
খালেদা ইয়াসমিন আরও বলেন, ‘এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’