বান্দরবানে আগুনে পুড়ল ১৭ দোকান-ঘর
বান্দরবান সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ও ঘর পুড়ে গেছে। উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা বাজারে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। চায়ের দোকানের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছেন ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের পক্ষ থেকে জানা গেছে, বাঘমারা বাজারের চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় বাজারের ১৭টি দোকান এবং ঘর। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, গতকাল রাত পৌনে ৩টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বান্দরবান ও রোয়াংছড়ি থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ সময় চেষ্টার পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’ তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব না। তদন্তের পর বলা যাবে।’