বাম-ডান মিলিয়ে বৃহৎ ঐক্য গড়তে চায় বিএনপি
দেশব্যাপী আন্দোলনে নামতে ঐক্যগঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একের পর এক সংলাপ করছে বিএনপি। গত ২৪ মে নাগরিক ঐক্যের সঙ্গে প্রথম সংলাপে বসে দলটি। পরে লেবার পার্টি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গতকাল বৃহস্পতিবার কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক করে দলটি। একে একে সব বিরোধী দলের সঙ্গে বসবে বলে জানিয়েছে বিএনপি। এরই মধ্যে আজ শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম ও ডান রাজনৈতিক দল মিলিয়ে বৃহৎ ঐক্য গড়ার কথা জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেছেন, ‘যারা জোর করে ক্ষমতা দখল করে থাকে, তারা কি ক্ষমতা ছেড়ে দেয়? এটা আদায় করতে হবে। সেটা জনগণের শক্তিতেই আদায় করতে হবে।’
‘আমাদের শক্তি একটাই, সেটা হচ্ছে জনগণ’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘আসুন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি, সেই ঐক্য প্রক্রিয়াকে আমরা সবাই সফল করি। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, এটা দেশের সমস্ত রাজনৈতিক দলের, বাম-ডান হোক, যেটাই হোক আমরা তাদেরকে একখানে নিয়ে এসে আন্দোলন করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) অতীতে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে আবার অলিখিত বাকশাল চালাচ্ছে গত ১৫ বছর ধরে। এখানে তারা বিচার বিভাগ, প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, ব্যবসা-বাণিজ্য, সব কিছু নিয়ন্ত্রণ করে তারা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। তারা নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।’
আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন, গণতন্ত্রের পরিবেশ তৈরি করুন, মানুষকে কথা বলতে দিন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন। আপনারা মানুষ হত্যা বন্ধ করেন, গুম করা বন্ধ করেন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করেন এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন। তা না হলে আপনাদের কোনো দিন কোনো মুক্তি হবে না।’
দেশের খাদ্যসামগ্রীর মূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রী নিজে স্বীকার করেছেন, সিন্ডিকেটরা দাম বাড়াচ্ছে। তাহলে আপনি আছেন কেন?’
ফখরুল বলেন, ‘বড় বড় করপোরেটগুলো এতো বেশি করে চাল কিনছে যে, চালের দাম বেড়ে যাচ্ছে। সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মদদ ছাড়া কখনোই এটা করা সম্ভব হয় না। তাই আমরা বার বার করে বলছি যে, সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, চালের দাম বৃদ্ধি করেছে।’
জাগাপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপার আওলাদ হোসেন শিল্পী, ইউসুফ আলী হুমায়ুন কবির, আমির হোসেন আমু প্রমুখবক্তব্য দেন।
এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। এরপর ৩১ মে গণসংহতি আন্দোলন ও গত বুধবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে মতবিনিময় করেন তারা। গতকাল কল্যাণ পার্টির সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠিত হয়। পরে আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাগপা’র প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বাম ও ডান রাজনৈতিক দল মিলিয়ে বৃহৎ ঐক্য গড়ার কথা জানান মির্জা ফখরুল।