বিএনপির অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৫
বিএনপির ১০ দফা দাবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ শনিবার (১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিস সড়কের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারের অপকর্মের প্রত্যেকটি ঘটনার বিচার হতে হবে। ৪৫ বছর পরে যদি জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার হতে পারে, আজকে যারা সরকারে অপকর্মে জড়িত তাদেরও অপকর্মের বিচার হবে। যারা খেলা হবে বলে হুমকিধমকি দেন, সেই খেলার প্লেয়ার আপনারা হবেন না। যারা খেলতে চান তাদের সাথে সাধারণ মানুষ বুঝবে।
আওয়ামী লীগ শান্তির নামে বিএনপির ইফতার মাহফিল মঞ্চ পুড়িয়ে দিয়েছে উল্লেখ করে আলাল বলেন, বাজারে গেলে মানুষের ব্লাড প্রেসার বেড়ে যায়, অসুস্থ হয়ে যায় জিনিসপত্রের দাম বাড়ার খবর শুনে।
এসময় পুলিশের উদ্দেশে আলাল বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। এদেশে বাড়াবাড়ির ফলাফল কখনই কারো জন্য ভালো হয় না। পুলিশ যেমন বিএনপির নেতাকর্মীদের কখন কাকে গ্রেপ্তার ও গুম করবে তার তালিকা করছে; তেমনি পুলিশেরও তালিকা তৈরি হচ্ছে।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদসহ অন্যান্যরা।