বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হলেন বকুল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছাত্র দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম বকুল।
আজ রোববার (৮ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে এ পদে অনুমোদন দেন বলে বার্তায় বলা হয়েছে।