বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনায় আক্রান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আপার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে গতকাল রাতে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে।
শায়রুল কবির বলেন, সেলিমা রহমান তাঁর সুস্থতার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।