বিএনপির ৬৩ নেতাকর্মীকে হাইকোর্টে জামিন
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে মারধর, হামলা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক তিনটি মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার তাঁরা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন দেন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ। সঙ্গে ছিলেন মো. মাকসুদ উল্লাহ, রুকনুজ্জামান সুজা, মো. সাগর হোসেন, জিয়াউর রহমান, রবিউল আলম প্রমুখ।
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ করে। সেদিন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে পরের দিন ২৩ অক্টোবর দৌলতপুর থানায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। অপরদিকে, ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে আসামি করে গত ২৬ অক্টোবর সোনাডাঙ্গা থানায় অপর একটি মামলা করা হয়।’
এই তিন মামলায় ৬৩ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের জামিন দেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে আইনজীবীরা জানান।