‘বিএনপি অন্যের মাধ্যমে সার্চ কমিটিতে নাম দিয়েছে’
বিএনপি গোপনে অন্যের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটিতে তাদের পছন্দের নাম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগীর সাংগঠনিক আলোচনা শেষে বেরিয়ে হানিফ বলেন, ‘ডা. জাফরুল্লাহ (চৌধুরী) যে নাম দিয়েছেন, সেটাই বিএনপির দেওয়া নাম।’
‘(বিএনপি) সরাসরি নিজেরা না দিয়ে আরেক জনের মাধ্যমে দিচ্ছে। আর, রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে। বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। ড. জাফরুল্লাহ চৌধুরী... উনি কার? উনি তো এর আগে আমরা যতটুকু জানতাম যে, খালেদা জিয়ার উপদেষ্টা। তো, তিনি যদি নাম দেন, সে নামটা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না?’, যোগ করেন মাহবুব উল আলম হানিফ।