বিজ্ঞান কলেজ ছাত্রের মৃত্যু : মাইক্রোবাস চালক গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় বিজ্ঞান কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসটির চালক জিয়াউল হককে (৫০) গ্রেপ্তার করে মাইক্রোবাসটি জব্দ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগ পুলিশের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক। তিনি বলেন, গতকাল রোববার সকাল সোয়া ৭টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করে। ওই ঘটনায় রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।
ওই মামলায় আজ সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসটির চালক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আলী হোসেনের মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে সকাল থেকে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।