‘বিরোধীদলগুলোর ঐক্যেই হবে বৃহত্তর গণআন্দোলন’
সরকার পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলের ঐক্যেই আগামীতে ‘বৃহত্তর গণআন্দোলন’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘একটি কথা আমি অনুরোধ করে বলতে চাই, আজকে যার যার অবস্থান আছে, সেই অবস্থান থেকে আমাদের লড়াই করতে হবে, রাজনীতিকে উদ্ধার করতে হবে। আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য আমাদের সব রাজনৈতিক নেতারা একমত হয়েছেন এবং কাজ করছেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটা রুপ দিতে পারব। সেখান থেকে আমাদের একটা বৃহত্তর গণআন্দোলন এই সরকারের পতনের জন্য শুরু করতে পারব।’
আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এটা পরিষ্কার করে সবসময় বলে আসছি যে, এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এটা আমাদের কাছে পরীক্ষিত। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সম্ভব নয়।’
এই অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা কাজ শুরু করেছি। সমস্ত রাজনৈতিক জোট, সংগঠন, ব্যক্তি এবং জনগণ সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে যুদ্ধ শুরু করতে হবে, সেই যুদ্ধ হচ্ছে আমাদের গণতন্ত্রকে ফিরে পাবার জন্য। কোন দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয়।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এই যুদ্ধ করছি সম্পূর্ণভাবে আমাদের দেশকে ফিরে পাওয়ার জন্য । যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। সেই বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছিলাম, যে বাংলাদেশ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। আসুন এই আলোচনা সভার মধ্য দিয়ে এই প্রতিজ্ঞা আমরা করি যে, এই দেশকে আমরা রাহুমুক্ত করা ছাড়া বাড়ি ফিরে যাবো না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘যে ঘটনা তারা ঘটিয়েছে, এটাই তাদের আসল চেহারা।’
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জাগপার খন্দকার লুতফর রহমান, ডিএলের সাইফুদ্দিন মনি, এনডিপির আবু তাহের, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর প্রমূখ বক্তব্য দেন।