বিশ্ববিদ্যালয় খুলবে কর্তৃপক্ষের সিদ্ধান্তে : শিক্ষামন্ত্রী
দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলবে নিজস্ব সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে। আজ রোববার বিকালে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই তথ্য জানান।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত তাদের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নিয়ে থাকে; কাজেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত তারাই নিবে। তবে আমরা উপাচার্যদের সঙ্গে একটি বৈঠক করব।’
এদিকে করোনা মহামারির মধ্যে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।