বিয়ের বাজারের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
সিলেট শহরতলীতে এক তরুণীকে বিয়ের বাজারের কথা বলে ডেকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়। ভিকটিমের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নীলগাঁও পুটিকাটা ব্রিজে এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন জালালাবাদ থানার মানসিনগরের ইসলামপুর গ্রামের তাজউদ্দিন ও এখলাছুর রহমান। পলাতক রয়েছেন অটোরিকশা চালক নলকট গ্রামের ফুল মিয়া।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, মূলহোতা তাজউদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে বাজার করতে ভিকটিমকে সিলেট নগরীতে আসতে বলেন। সেখান থেকে তাজের আরও দুই সঙ্গী নিয়ে ভিকটিমকে নীলগাঁও পুটিকাটা ব্রিজে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় ভিকটিমের কান্নার শব্দ শুনে স্থানীয়রা অটোরিকশার গতিরোধ করেন। এ সময় মূলহোতাসহ দুজনকে আটক করলেও অটোরিকশার চালাক পালিয়ে যান। পরে তাদের পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আজ মঙ্গলবার জালালাবাদ থানায় মামলা করেছেন। মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ওসি জানান, ভিকটিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।