বুধবার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
পবিত্র মাহে রমজানের শুরু থেকে শারীরিক দুর্বলতা ও অস্থিরতা বেড়ে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। এ জন্য ফের তাকে হাসপাতালে নেওয়া হবে।
বুধবার বিকেল তিনটায় বেগম জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে৷
মঙ্গলবার রাতে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের একজন সদস্য ও ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন৷
এদিকে মঙ্গলবার খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসক দলের প্রধান ডাক্তার সাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি টিম। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ফের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে টানা ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন সাবেক এ প্রধানমন্ত্রী। নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৭৭ বছর বয়সী খালেদা জিয়াকে।