বেতার ব্যক্তিত্ব ড. মির শাহ আলমকে বিদায়ী সংবর্ধনা
বেতার ব্যক্তিত্ব ড. মির শাহ আলমের তথ্য ক্যাডারে দীর্ঘ তিন দশকের কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে তাঁর সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এ আয়োজন করেন মির শাহ আলমের বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সহকর্মীরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি এবং অনুষ্ঠানের মধ্যমণি ড. মির শাহ আলম, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. খুরশিদ আলম চৌধুরী, চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের, ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের উপপরিচালক দেওয়ান মো. আহসান হাবীব, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সাইদুজ্জামান সাইদ, মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ ও বাংলাদেশ বেতারের মুখ্য উপস্থাপক মাহবুব সোবহান।
অনুষ্ঠানে বেতার ব্যক্তিত্ব ড. মির শাহ আলমকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো. তারেক, উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম ও গোলাম রব্বানী, সহকারী পরিচালক ইয়াসমীন আক্তার ও নুসরাত জাহান সুমি এবং বাণিজ্যিক কার্যক্রমের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন ফরাজী।
এ ছাড়া বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমে কর্মরত কর্মকর্তা, ঘোষক-ঘোষিকা, শিল্পী ও শুভানুধ্যায়ীরা ড. মির শাহ আলমকে নিয়ে স্মৃতিচারণ করেন। বাংলাদেশ বেতারের মূখ্য উপস্থাপক ও রেডিও এ্যানাউন্সার্স ক্লাবের (র্যাংক) সভাপতি জনাব মাহবুব সোবহানের নেতৃত্বে ঘোষক-ঘোষিকারা ড. মীর শাহ আলমকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এদিকে তথ্য ক্যাডারে দীর্ঘ তিন দশক সময় ধরে সেবা প্রদানকারী ড. মির শাহ আলমের অবসর উপলক্ষে তাঁর সহকর্মীরা মাইক্রোফোন খচিত ‘স্বর্ণপদক’ প্রদান করেন। বিদায়ী আয়োজনের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শামীম আহমেদ, কামরুন নাহার হেলেন ও ফয়সাল আহমেদ অনন্ত। ড. মির শাহ আলমের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।