ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় নিলেন ইমাম
শরীয়তপুরে দীর্ঘ ৩৫ বছর ইমামতি করার পর ঘোড়ার গাড়িতে করে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মসজিদের ইমাম হাফেজ ওয়াজ উদ্দিন শেখক। বিদায় বেলায় একজন মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। জেলার নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের কাপাশপারা গ্রামে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ জুমা ইমামের সম্মানে এ বিরল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় বেলায় উপস্থিত এলাকার হাজারখানেক মুসল্লির কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আমরা নামাজ কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যার বিষয়ে হুজুরের কাছ থেকে সমাধান নিতাম।
একজন মুসল্লি বলেন, ‘হুজুর অনেক ভালো লোক ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। কিন্তু হুজুর বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছেন, যা আমরা মেনে নিতে পারছি না।’
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রাসেদুজ্জামান খান জানান, ইমাম হাফেজ ওয়াজ উদ্দিন শেখ (৭৫) শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের কাপাশপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালন করেছেন। এই ৩৫ বছরের মধ্যে তিনি গ্রামবাসীর সঙ্গে মিশে গেছেন। এখন তিনি বার্ধক্যে পৌঁছেছেন। এ অবস্থায় তাঁকে বিদায় নিতে হচ্ছে। বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা মেনে নেন এবং তার সম্মানে আয়োজন করেন রাজকীয় বিদায় সংবর্ধনার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় এক লাখ টাকা ও উপহার সামগ্রী। পরে তাকে ঘোড়ার গাড়ির বহরে করে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়। এ সময় এলাকার মুরব্বিসহ সর্বস্তরের মানুষ কান্নাভেজা চোখে প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি নড়িয়া উপজেলার ভোজেস্বর ইউনিয়নের উপসি গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।